সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টি-২০ র‍্যাংকিংয়ে কনওয়ের চমক, শীর্ষে রিজওয়ান

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

টি-২০-র‍্যাংকিংয়ে কনওয়ের-চমক-শীর্ষে-রিজওয়ান

টি-২০-র‍্যাংকিংয়ে কনওয়ের-চমক-শীর্ষে-রিজওয়ান

চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। তার দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি টি-টি-২০ র‍্যাংকিংয়েও।

ধারাবাহিক পারফরম্যান্সের ফলে টি-২০ ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন এই কিউই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ৭০ রানের পর দ্বিতীয় বারের দেখায়ও হাফ-সেঞ্চুরি তুলে নেন কনওয়ে।

বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ব্যাটার। খেলেছেন ৪৯ রানের অপরাজিত ইনিংস। ত্রিদেশীয় সিরিজে তার এমন পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ র‍্যাংকিংয়ে উপরে উঠে এসেছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের আগে তার অবস্থান ছিল সাত নম্বরে। এবার এক লাফে চলে এসেছেন পাঁচে। পিছনে ফেলেছেন ডেভিড মালান এবং অ্যারন ফিঞ্চকে। বর্তমান তার রেটিং পয়েন্ট ৭৬০। যথারীতি শীর্ষে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

এছাড়াও চার ধাপ এগিয়ে ২২ নম্বরে ওঠে এসেছেন ইংল্যান্ডের জশ বাটলার। অ্যালেক্স হেলস চলে এসেছেন সেরা একশোর ভিতরে।

এদিকে টি-২০ বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন দুই ইংলিশ পেসার রেইস ট্রপলি এবং মার্ক উড। ট্রপলি আছেন ১১ নম্বরে। ইংলিশ বোলারদের মধ্যে তার পরেই আছেন উড। এই পেসারের অবস্থান ১৮ নম্বরে।

Provaati
    দৈনিক প্রভাতী